মাঠ এবং মাঠের বাইরে টালমাটাল অবস্থা ব্রাজিলের ফুটবলের। গেল বছরের ডিসেম্বরে আদালতের নির্দেশে সরিয়ে দেওয়া হয় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এনদালদো রদ্রিগেজকে। তবে উচ্চ আদালতের রায়ে আবারও পদ ফিরে পেতে যাচ্ছে রদ্রিগেজ। এমনটাই জানিয়েছে রয়টার্স।
রিও ডি জেনেইরো আদালতের রায়ে ২০২৩ সালের ডিসেম্বরে সিবিএফ প্রধানের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন। ব্রাজিল সুপ্রিম কোর্টের নির্দেশে পুনরায় সেই পদ ফিরে পেতে যাচ্ছেন রদ্রিগেজ। ব্রাজিলের বিচারমন্ত্রী গিলমার মেন্দেজ গতকাল এই আদেশ দিয়েছেন।
এর আগে রদ্রিগেজকে সরানোর পর ডিসেম্বরের শেষ দিকে চিঠি পাঠিয়ে সিবিএফকে সতর্ক করেছিল ফিফা ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)। সেই সতর্কবার্তায় বলা হয়, এ দুটি সংস্থার গঠন করা কমিশন সিবিএফ পরিদর্শনের পরই কেবল নির্বাচনী কার্যক্রম শুরু করা যাবে। একই সঙ্গে সিবিএফকে নিষিদ্ধ করার হুমকিও দেয় ফিফা ও কনমেবল।
উল্লেখ্য, ২০২১ সালে ব্রাজিল ফুটবল ফেডারেশনের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন রদ্রিগেজ। এরপর তিনি ২০২২ সালে সরাসরি সভাপতি নির্বাচিত হয়েছেন। ২০২৬ পর্যন্ত মেয়াদ রয়েছে তার।