মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেওয়া চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুল হকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে আওয়ামী লীগ। বারবার বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, মুজিবুল হকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে। বারবার বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে চেয়ারম্যান মুজিবুল হকের বিরুদ্ধে চট্টগ্রাম-১৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপি এই অভিযোগ করেন। এই আসনের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। তিনিও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সমালোচিত।