রংপুর-৫ আসনের ভোটার মারুফা আকতার। মিঠাপুকুরের শঠিবাড়ী এলাকার বাসিন্দা তিনি। ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য কর্মস্থল গাজীপুর থেকে ছুটি নিয়ে গ্রামে ফিরেছেন এই চাকরিজীবী নারী। সর্বপ্রথম ২০০৮ সালে ভোট দিয়েছেন তিনি। তাই ভোটের পরিবেশের সঙ্গে তিনি পরিচিত।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে শঠিবাড়ী বাজার এলাকায় কথা হয় এই ভোটারের সঙ্গে। এবার ভোটের পরিবেশ নিয়ে এই প্রতিবেদকের সঙ্গে কথা বলেছেন তিনি। জানিয়েছেন, ২০০৮ সালের পরিবেশটাই চান এবার।
ঢাকা পোস্টকে মারুফা আকতার বলেন, প্রথম যেবার ভোট দিয়েছিলাম, সেই পরিবেশটা চাই, যেটা মাঝে পাইনি আমি। পরিবেশটা হবে এমন— এলাকার সবাই দলে দলে ভোট দিতে কেন্দ্রে যাবেন। আমরা লাইন ধরে দাঁড়িয়ে থাকব। কোনো ঝামেলা নেই। আনন্দ নিয়ে একে একে সবাই ভোট দেব।
তিনি আরও বলেন, পাঁচ বছরে একটা ভোট দিতে পারি। সেটাও এখন আর শঙ্কামুক্ত পরিবেশে দেওয়ার নিশ্চয়তা নেই। অথচ ভোট মানে আনন্দ আর চাপা উত্তেজনা বিরাজ করবে চারপাশে। কে জিতবে কে জিতবে টেনশন—এটা অন্যরকম আনন্দ। সেই আনন্দটা আবার ফিরে পেতে চাই।