ক্রিকেটে রোমাঞ্চকর লড়াইয়ের একটি ভাবা হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তানের দ্বৈরথকে। দুই দলের ক্রিকেটযুদ্ধ একসময় নিয়মিত হলেও এখন তা নেমে এসেছে শুধুই বহুজাতিক টুর্নামেন্টে। রাজনৈতিক জটিলতার কারণে ২০১২ সালের পর থেকে দেশ দুটির দ্বিপাক্ষিক সিরিজ নেই। বছরখানেকের বিরতিতে দেখা হয় দুই দলের। আর তা নিয়েই উন্মত্ত থাকে ক্রিকেট দুনিয়া। অন্যদিকে, দেশ দুটির অম্লমধুর সম্পর্কের প্রভাব আছে অন্য ক্রীড়া ইভেন্টগুলোতেও।
