রাত পোহালেই ভোট। আগামীকাল ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় সংসদের ২৯৯টি আসনে প্রতিনিধি নির্বাচন করবেন ভোটাররা। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এখন শুধু গণমানুষের রায়ের অপেক্ষা। সার্বিক পরিস্থিতি বলছে, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। সংসদের ৮০ শতাংশের মতো আসনে নৌকার প্রার্থীরা জয়লাভ করতে যাচ্ছেন বলে পর্যবেক্ষকদের ধারণা।
একজন প্রার্থীর মৃত্যুতে নওগাঁ-২ আসনের ভোট স্থগিত হওয়ায় রোববার জাতীয় সংসদের ২৯৯টি আসনে একযোগে ভোট হচ্ছে। বিএনপিসহ বেশ কয়েকটি দল নির্বাচন বর্জন করলেও এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কমতি ছিল না। নিবন্ধিত ২৭টি দলের মনোনীতরা ছাড়াও বিপুলসংখ্যক স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রতিটি আসনেই আছে কম-বেশি প্রতিদ্বন্দ্বিতা। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নৌকার সঙ্গে স্বতন্ত্রের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের কাছ থেকে ছাড় পাওয়া জাতীয় পার্টির ২৬ আসনের বেশ কয়েকটিতে আছে লাঙ্গল বনাম স্বতন্ত্রের জমজমাট প্রতিযোগিতা। কোথাও কোথাও নৌকার সঙ্গে লাঙ্গলের লড়াই চলছে। আবার দু-একটি এলাকায় নৌকার মূল প্রতিপক্ষ নতুন দল তৃণমূল বিএনপি কিংবা বিএনএমের প্রার্থীরা।