জয় শব্দটি যেন সিলেট স্ট্রাইকার্সের অভিধান থেকে হারিয়েই গেছে। মিরপুর থেকে সিলেট—ভেন্যু বদলালেও ভাগ্য বদলাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটির। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সিলেট স্ট্রাইকার্সকে ৪৯ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। টানা তিন ম্যাচ হারার পর অবশেষে স্বস্তির জয় পেল বরিশাল।
১৮৭ রানের লক্ষ্যে নেমে সিলেট শুরুটা করেছে ধীরেসুস্থে। প্রথম ২ ওভারে কোনো উইকেট না হারিয়ে মাশরাফি বিন মর্তুজার সিলেট করে ১৪ রান। তৃতীয় ওভারে বোলিংয়ে আসা মেহেদী হাসান মিরাজের ওপর চড়াও হয়ে খেলে সিলেট। ওভারের দ্বিতীয় বলে স্লগ সুইপে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারেন সিলেটের ওপেনার শামসুর রহমান। একই ওভারের চতুর্থ বলে ডিপ মিড উইকেট দিয়ে স্লগ সুইপে চার মারেন নাজমুল হোসেন শান্ত। বেশি আক্রমণাত্মক হতে যাওয়া সিলেটের উদ্বোধনী জুটি ভেঙেছে এই ওভারেই। ওভারের পঞ্চম বলে শান্তকে বরিশালের উইকেটরক্ষক মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত করেন মিরাজ। ৭ বলে ২ চারে ৯ রান করেন শান্ত। সিলেটের স্কোর হয়ে যায় ২.৫ ওভারে ১ উইকেটে ২৫ রান।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফি। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রান করে বরিশাল। ইনিংস সর্বোচ্চ ৬৬ রান করেন আহমেদ শেহজাদ। ওপেনার শেহজাদের চেয়ে এই ম্যাচে ঝোড়ো ব্যাটিং করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৪ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি। সিলেটের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন বেনি হাওয়েল। ৪ ওভার বোলিং করে খরচ করেন ২১ রান। ১টি করে উইকেট নিয়েছেন রিচার্ড এনগারাভা ও নাঈম হাসান। এবারের বিপিএলে এখনো জেতেনি সিলেট।