বেগম জিয়ার সঙ্গে দেখা করতে গেলেন ফখরুল

শেয়ার করুন:

জিয়া
কারামুক্ত হওয়ার পর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসায় যান মির্জা ফখরুল। বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ঘণ্টাখানেক পর ফখরুল বেরিয়ে যান।

দলের স্থায়ী কমিটির সভায় ফখরুলের অংশ নেওয়ার কথা রয়েছে বলেও জানায় সূত্রটি।

এর আগে গত বৃহস্পতিবার সাড়ে তিন মাস কারাভোগ শেষে জামিনে কারামুক্ত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জেলগেটে অপেক্ষমাণ নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ সব সময় গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। এই সংগ্রামে তারা জয়ী হবে।’ গণতন্ত্র ফেরানোর চলমান আন্দোলন বিজয় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তিনি।

Leave a Comment

Leave a Comment

এ সংক্রান্ত আরও