পতিত স্বৈরাচারের দোসরা দেশে অস্থিতিশীল পরিস্থিতির তৈরি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
বুধবার বিকেলে রাজধানীর পল্লবীর ২ নম্বর কমিউনিটি সেন্টারে মহানগর উত্তর ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ড পর্যায়ে বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়নের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমিনুল বলেন, আওয়ামী লীগ কখনও এদেশের মানুষের বন্ধু হতে পারে না। এদেশের মানুষের ভাই হতে পারে না। কারণ আওয়ামী লীগ হচ্ছে ষড়যন্ত্রকারী। বিএনপিতে কোনো ষড়যন্ত্রকারীর স্থান নেই।
অনেক নেতাকর্মী ভাবছেন ১৭ বছর কষ্ট করলাম এখন নতুনদের ভিড়ে আমরা হারিয়ে যাবো ‘দলীয় নেতাকর্মীদের এমন ভাবনা উল্লেখ করে তিনি বলেন, আমি আপনাদের সাথে ওয়াদা করছি। আপনাদের মনে কোন কষ্ট থাকার কারণ নেই। কারণ আপনারা হচ্ছেন দলের সত্যিকারী কর্মী। যারা দলের দুর্দিনে ছিল তারাই মূল্যায়িত হবে।
এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে আরও বলেন, আপনারা যদি দলের প্রতি আনুগত্য প্রকাশ করে এবং দলের নেতৃত্বের প্রতি আনুগত্য ধরে রাখতে পারেন তাহলে আপনি কখনও দল থেকে লাইনচ্যুত হবেন না।
আমিনুল বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ। তাই ভেঙ্গে পড়া রাষ্ট্রকে পুনর্গঠন করতে বিএনপির পক্ষেই সম্ভব। জনগণের ভোটে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে রাষ্ট্রকাঠামো পুনর্গঠন করা হবে।