এআই: ভারতে হচ্ছে 121 ভাষার ডেটাবেজ

শেয়ার করুন:

এআই

ভারতে চালু ১২১টি ভাষার মানুষের কাছে অনুবাদের মাধ্যমে পৌঁছে যাবে যে কোনো তথ্য। নির্ভরশীলতা কমবে ইংরেজির উপর। খবর ডয়েচে ভেলের

দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটকের একটি গ্রামের মানুষ কয়েক সপ্তাহ ধরে একটার পর একটা বাক্য কন্নড় ভাষায় বলে যাচ্ছিলেন। আর তা একটি অ্যাপে তুলে নেয়া হচ্ছিল। এই অ্যাপটি হলো টিবি-র জন্য দেশের প্রথম কৃত্রিম মেধা বা এআই-ভিত্তিক চ্যাটবট।

ভারতে চার কোটি মানুষ কন্নড় বলেন। দেশের ২২টি স্বীকৃত সরকারি ভাষার মধ্যে কন্নড় একটি। ভারতে এমন ১২১টি ভাষা আছে, যা ১০ হাজার বা তার বেশি মানুষ ব্যবহার করেন। কিন্তু খুব কম ভাষাই ন্যাচরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (এনএলপি)-তে আছে।

এনএলপি হলো এআই-এর একটি শাখা, যার মাধ্যমে কম্পিউটার কথ্য ও লিখিত ভাষা বুঝতে পারে। তাই এনএলপি-তে তথ্য না থাকলে সেই ভাষাকে কম্পিউটার বা নেটবাহিত বিভিন্ন মাধ্যম মানুষের কাছে পৌঁছে দিতে পারে না। ফলে কোটি কোটি ভারতীয় নিজের ভাষায় প্রয়োজনীয় তথ্য জানা থেকে বঞ্চিত হচ্ছেন এবং আর্থিক সুবিধাও পাচ্ছেন না।

Leave a Comment

Leave a Comment

এ সংক্রান্ত আরও