কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ

শেয়ার করুন:

samprotik somoy

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বৈঠকে ক্ষমতাসীন দলটির প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে প্রবেশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার আগে দলটির নেতারা হোটেলে উপস্থিত হন।

বৈঠকে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান সাবেক অ্যাম্বাসেডর জমির উদ্দিন, দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, অর্থ বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এ আরাফাত অংশ নিয়েছেন।

এছাড়া প্রধানমন্ত্রী জলবায়ু বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও বৈঠকে উপস্থিত হয়েছেন।

Leave a Comment

Leave a Comment

এ সংক্রান্ত আরও